রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ - ০৮:৫২
জাহান্নামের আজাব থেকে রক্ষা পাওয়ার উপায়

ইমাম মুহাম্মাদ বাকের (আ.) এক গুরুত্বপূর্ণ হাদিসে আখিরাতের শাস্তি থেকে মুক্তি এবং আল্লাহর রহমত লাভের একটি কার্যকর পথ নির্দেশ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম মুহাম্মাদ বাকের (আ.) বলেন,

مَن سَرَّهُ أن یَقیَهُ اللهُ مِن نَفَحاتِ جَهنَّمَ فَلیُنظِر مُعسِراً أَو لِیَدَعْ لَهُ مِن حَقِّه
অর্থাৎ— যে ব্যক্তি কামনা করে আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন, সে যেন অভাবগ্রস্ত ঋণগ্রহীতাকে সময়সীমা বাড়িয়ে দেয় অথবা তার কিছু ঋণ ক্ষমা করে দেয়।

[ওয়াসায়েলুশ শিয়া, খণ্ড ১৩, পৃষ্ঠা ১১৪]

এই হাদিসে ইমাম বাকের (আ.) আমাদের শিখিয়েছেন যে, আর্থিকভাবে দুর্বল মানুষের প্রতি সহানুভূতি দেখানো, তাদের কষ্ট লাঘব করা এবং ঋণগ্রস্তদের চাপমুক্ত করার চেষ্টা করা শুধু সামাজিক দায়িত্বই নয়, বরং আখিরাতে মুক্তি ও আল্লাহর অনুগ্রহ লাভের অন্যতম বড় উপায়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha